Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৭-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২১

সাঘাটায় আফজাল-হোসনে আরা ফাউন্ডেশনের উদ্যোগে  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাঘাটায় আফজাল-হোসনে আরা ফাউন্ডেশনের উদ্যোগে  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি►

সাঘাটায় আফজাল- হোসনে আরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে উপজেলার কামালের পাড়া ইউনিয়নে দরিদ্র অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধ-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।

সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের সহধর্মিনী ও আফজাল-হোসনে আরা ফাউন্ডেশনের পরিচালক ডা: মারিয়াম জামান শেখার তত্বাবধানে শুক্রবার (২১ জুলাই) উপজেলার ফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা হতে শুরু করে বিকেল ৫ টা পর্যন্ত ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আফজাল-হোসনে আরা ফাউন্ডেশনের পরিচালক ডা মারিয়াম জামান শিখা ,গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রাজিব হোসেন, কামালের পাড়া ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু প্রমুখ।

ফাউন্ডেশনের পরিচালক ডা: মারিয়াম জামান শেখা বলেন, গ্রামের অনেক দরিদ্র অসহায় নারী-পুরুষ শহরে চিকিৎসা নিতে না পেরে, দীর্ঘদিন রোগে ভোগেন সেই সব রোগীর চিকিৎসা সেবার নিশ্চিত করার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এ ভাবে দুই উপজেলার সব কয়টি ইউনিয়নের দরিদ্র অসহায় রোগিদের চিকিৎসা সেবা দেয়া হবে।

সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের মধ্যে দিয়ে আমার পিতা-মাতার নামে আফজাল- হোসনে আরা ফাউন্ডেশনের থেকে যাত্রা শুরু হলো। সাঘাটা-ফুলছড়ি উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের নানা ধরণের সেবা এবং দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই ফাউন্ডেশন কাজ করবে।

ব্রহ্মপুত্র ও যমুনা নদী বেষ্টিত চরাঞ্চলসহ দুই উপজেলার ১৭ টি ইউনিয়নের মানুষকে প্রাথমিক ভাবে ফ্রি চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ বিতরণ শুরু করা হলো।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad